‘পড়তে বলায়’ আত্মহত্যার চেষ্টা কিশোরীর

পড়াশোনা করতে চাপ দেওয়ায় শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছেন এক কিশোরী। এ সময় স্থানীয় লোকজন তাকে আটকে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়।

- Advertisement -

সোমবার (১ নবেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি হাটহাজারীর গড়দুয়ারায়। তবে তারা পাঁচলাইশের উর্দুকলোনী এলাকায় বসবাস করে আসছিলেন এবং কিশোরী কাপাসগোলা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

- Advertisement -google news follower

পুলিশ সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী পড়াশোনা বাদ দিয়ে গার্মেন্টসে চাকরি করতে চাইলে মা-বাবা তাকে বকাঝকা করে পড়াশোনা করতে চাপ দেয়। এ নিয়ে ওই কিশোরীর সাথে বাবা-মার তর্কাতর্কি হলে সোমবার বিকেলে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে সেতুতে বেড়াতে আসা লোকজন তাকে ধরে ফেলেন। এ সময় তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে কিশোরীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মা-বাবার হাতে তুলে দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আমরা ওই কিশোরীকে উদ্ধার করে থানায় এনেছি। পড়াশোনা করতে বলায় সে আত্মহত্যা করতে চেয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাবা-মার হাতে তুলে দেওয়া হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM