ইয়েমেনে বোমা বিস্ফোরণে নিহত ১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের একটি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (৩০ অক্টোবর) দেশটির এডেনের ওই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে এ বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক।

- Advertisement -google news follower

স্থানীয় সময় শনিবার দেশটির এডেন বিমানবন্দরের পাশে একটি নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের বেশ কযেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ দায়ও স্বীকার করেনি।

- Advertisement -islamibank

এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশদ্বারের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রলজাত পণ্যপরিবহন করছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM