চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় আরো এক মৃত্যু, শনাক্ত ৮

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২২২ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৪ শতাংশ।

এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩২৩ জন।

শনিবার (৩০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে ১ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে ২ জন নগরের এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM