ফরাঙ্গীরখিল গৌতম মুনি বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা ৫ নভেম্বর

ফটিকছড়ির দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গিরখিল গৌতম মুনি বিহারে কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৫ নভেম্বর (শুক্রবার) দুপুরে অনুষ্ঠিত হবে।

- Advertisement -

এউপলক্ষে ফরাঙ্গীরখিল বৌদ্ধ যুব পরিষদের তত্ত্বাবধানে সারাদিনব্যাপী দান ও সদ্ধর্ম সভাসহ নানা কর্মসূচির আয়োজন রয়েছে।

- Advertisement -google news follower

অনুষ্ঠানের ১ম পর্বে সকাল ৫টায় বিশ্বশান্তি কামনায় পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠ, ৬টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় পূজনীয় ভিক্ষুসংঘকে প্রাতঃরাশ দান, ৯টায় বুদ্ধপূজা, সীবলী পূজা ও উপগুপ্ত মহাস্থবিরের পূজা, সকাল ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান ও দুপুর ১২টায় অতিথি আপ্যায়ন।

২য় পর্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ১৫ মিনিটে ভিক্ষু সংঘের আসন গ্রহণ। এরপর মঙ্গলাচরণ পাঠ করবেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহারের উপাধ্যক্ষ জ্যোতিনন্দ ভিক্ষু।

- Advertisement -islamibank

উদ্বোধনী বক্তব্য রাখবেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির প্রধান উপদেষ্টা মাস্টার দুলাল কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখবেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির সাধারণ সম্পাদক  লায়ন নিপু কান্তি বড়ুয়া।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি শ্রীমৎ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরো।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন ফটিকছড়ি অষ্টগ্রাম ভিক্ষু সমিতির মহাসচিব ভদন্ত শ্রীমৎ সুমনাতিষ্য মহাথেরো, কর্ণফুলী নালন্দা বিহার ও পরিচালক এবং বেতবুনিয়া শীলছড়ি অভয়ারন্য ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো, নানুর চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ এল ধর্মরত্ন থেরো, উত্তর ডাবুয়া বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জ্যোতিশাক্য থের, হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ শান্তিজ্যোতি থের।

প্রধান সদ্ধর্মালোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব ভদন্ত শ্রীমৎ বিপুলাসেন মহাথেরো। বিশেষ সদ্ধর্মালোচক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের মহাসচিব ভদন্ত শ্রীমৎ বিপুলাবংশ থেরো, আবদুল্লাহপুর শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ এম. ধর্মবোধি থেরো ও লাটিছড়ি চুলামনি বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ বোধিজ্ঞান থের। পঞ্চশীল প্রার্থনা করবেন ফরাঙ্গীখিল গৌতমমুনি বিহার সেবক কমিটির সভাপতি রতন বড়ুয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া ও শিক্ষিকা দীপান্বিতা বড়ুয়া (করবী)। উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন ইচ্ছে বড়ুয়া ও তাকে তবলায় সহযোগিতা করবেন নিশান বড়ুয়া।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM