বায়েজিদে বিস্ফোরণে একজনের মৃত্যু, দগ্ধ ২

0

নগরের বায়েজিদের বালুছড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় আরো দুজন অগ্নিদগ্ধ হয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বালুছড়া কাসেম ভবনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, তিনতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সকালে বায়েজিদ বোস্তামির বালুচড়া এলাকায় একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে একজন মারা গেছেন ও দুইজন দগ্ধ হয়েছেন।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM