সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা, নিহত ১৬০ বিদ্রোহী

ইয়েমেনে সৌদি জোটের হামলায় অন্তত ১৬০ হাউথি বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির মারিব শহরের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়।

- Advertisement -

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির দাবি, গত ২৪ ঘণ্টায় আবদিয়াতে হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৩২টি হামলা চালায় সৌদি জোট।

- Advertisement -google news follower

এতে হাউথিদের ১১টি সামরিক যান ধ্বংস হয়েছে এবং ১৬০ সন্ত্রাসী নিহত হয়েছে। তবে হামলার বিষয়ে হাউথি বিদ্রোহীদের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। মারিব থেকে ১০০ কিলোমিটার দূরে আবদিয়া।

এর আগে  ২৩ সেপ্টেম্বর থেকে ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশ নিয়ন্ত্রণ করছে হাউথি বিদ্রোহীরা।  এদিকে এক সপ্তাহ ধরে ইয়েমেনের এই প্রদেশে জোড়ালো সামরিক অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত সপ্তাহেই মারিবে সৌদি জোটের বিমান হামলায় ৭০০ জনের বেশি হাউথি সদস্য নিহত হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM