চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। ১৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ করা হচ্ছে।

- Advertisement -google news follower

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।

এই ওয়ার্ডে উপ-নির্বাচন নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

- Advertisement -islamibank

এই উপনির্বাচনে এক কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে ২০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা। আরেকজন বিএনপির প্রার্থী হিসেবে পরিচিত।

গত বছরের ১৮ মার্চ এই ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হয় এই ওয়ার্ডটি। সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু এই ওয়ার্ড থেকে পরপর ৭ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM