বায়েজিদে ট্রাকভর্তি চোরাই কাঠসহ আটক ২

0

নগরের বায়েজিদের আরেফিন নগর ছিন্নমূল গেইট এলাকা থেকে এক ট্রাক চোরাই সেগুন গাছসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ছিন্নমূল গেইট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চালক মো. হেলাল উদ্দিন (৩১) ও হেলপার টুকু বড়ুয়া (৪২)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাক ভর্তি চোরাই সেগুন গাছসহ দুইজনকে আটক করা হয়।
ছিন্নমূলের ভিতরে যোগাযোগ ব্যবস্থা ভালো না সুযোগে সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM