চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ২৯

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৮৭৯ জনে। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার এক দশমিক ৯৩ শতাংশ। এদিন একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষায় হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৬ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলার ১৩ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM