১৮ মাস পর শাটল ট্রেনে চড়ে চবিতে এল ঢাবির পরীক্ষার্থীরা

দীর্ঘ ১৮ মাস পর চলাচল শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান পরিবহন শাটল ট্রেন।

- Advertisement -

শুক্রবার (১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে সকাল ৮টা ১৫ মিনিটে শহর থেকে চবি অভিমুখে যাত্রা করে শাটল ট্রেন।

- Advertisement -google news follower

এদিন সকাল ১১টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হবে প্রথম দিনের ভর্তি পরীক্ষা। এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে।

চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করবে। ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

- Advertisement -islamibank

এছাড়া আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM