ইয়েমেনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত বেড়ে ১০০

ইয়েমেনের মারিব শহরে সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় ১০০ জন নিহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৯ সেপ্টেম্বর) সামরিক ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

- Advertisement -google news follower

সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। সম্প্রতি জোটটি সরকারের শেষ উত্তরাঞ্চলীয় দুর্গ মারিবের ওপর হামলা বাড়িয়েছে।

সামরিক সূত্র জানিয়েছে, হামলায় গত দুই দিনে ৬৮ জন হুতি বিদ্রোহী ও ৩২ জন সমর্থক নিহত হয়েছে।

- Advertisement -islamibank

তেলসমৃদ্ধ মারিব শহরে এ মাসে (সেপ্টেম্বর) শত শত যোদ্ধা নিহত হয়েছে। শহরটিতে হুতি বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতা ঘটে।

গত ফেব্রুয়ারিতে মারিব শহর দখলে তৎপর হয় হুতি বিদ্রোহীরা। তেল সম্পদ ও নিজেদের শক্তি বাড়াতে তারা এ তৎপরতা চালাচ্ছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM