নিজের মোটরসাইকেলেই আগুন ধরালেন পাঠাও চালক!

0

রাজধানীর বাড্ডার লিংক রোডে এক পাঠাও চালক নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছেন। পুলিশের মামলায় অতিষ্ট হয়ে ওই পাঠাও চালক এ কাজ করেছেন বলে জানা গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা লিংক রোড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় এ ব্যস্ততম রাস্তায় চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শওকত নিজেই পাঠাও চালক। সকালে লিংক রোড এলাকায় পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় তিনি নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেন।

তবে কী কারণে তিনি নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন, তা বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।পাঠাও চালক এখন পুলিশ হেফাজতে রয়েছে।

জয়নিউজ/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×