চান্দগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

0

নগরের চান্দগাঁওয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বুলবুল উদ্দিন ওরফে বুলু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুলবুলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তিনি চান্দগাঁও থানার হামিদচর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ওই শিশুকে কৌশলে ধর্ষণ করে বুলবুল। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, গ্রেফতার বুলুকে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM