চট্টগ্রামে করোনা: একদিনে আরো ২ মৃত্যু, শনাক্ত ৫০

0

চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসছে। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন ২ জন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায় চট্টগ্রামে ১ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি শেভরণ হাসপাতাল ল্যাবে ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এছাড়া জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩টি এবং ল্যাব এইডে ২টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

নতুন আক্রন্তদের মধ্যে নগরের ৩০ জন, বিভিন্ন উপজেলার ২০ জন রয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM