চট্টগ্রামে ফের বাড়ল করোনা শনাক্ত

চট্টগ্রামে একদিনের ব্যবধানে বেড়েছে করোনা আক্রান্ত। গত কয়েকদিন শনাক্তের সংখ্যা একশ’র নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১১২ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ এক হাজার ১৩১ জনে।  এদিনও চট্টগ্রামে মারা গেছে আরো ২ জন।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জনের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

- Advertisement -google news follower

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় ১৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫১টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে পাঁচটি নমুনা পরীক্ষায় শরীরে করোনা শনাক্ত হয়নি। এছাড়া এদিন ১৯টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

- Advertisement -islamibank

অন্যদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫৫টি নমুনা পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৭৯টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষায় এক জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় একজন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৩টি নমুনা পরীক্ষায় ‍নয়জন করোনা রোগী শনাক্ত হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৬ নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে  নগরের ৭৬ জন ও উপজেলার ৩৬ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM