চট্টগ্রামে করোনায় আরো ৫ মৃত্যু, গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর

0

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও প্রত্যকদিন বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৫ জন। এদনি করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ জনের।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে ১ হাজার ২৫২টি নমুনা পরীক্ষায় হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ডগুলোতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে করোনার দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি।

গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদের দ্বিতীয় ডোজের জন্য মঙ্গলবার সকাল ৯টায় পূর্বের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া দ্বিতীয় ডোজ গণটিকার জন্য কারো কাছে এসএমএস পাঠানো হবে না। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের টিকাও একই কেন্দ্রে দেওয়া হবে। আসার সময় অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM