১৯ জনের ফাঁসি, তারেকসহ ১৭ জনের যাবজ্জীবন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

- Advertisement -

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করে।

- Advertisement -google news follower

রায়কে ঘিরে রাজধানীর আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধু রাজধানী নয়, চট্টগ্রামসহ সারাদেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে অবস্থান নেন। অন্যদিকে বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে রাজপথে দেখা যায়নি।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হামলায় গুরুতর আহত হন। মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন। আহত হন আরো কয়েকশ’ নেতা-কর্মী।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM