১৭শ অসহায় মানুষ পেল জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

0

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন পেশার কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ১ হাজার ৭২৭ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি, সার্ক মানবাধিকার সংস্থা, রেড ক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস এবং এম এ ফাউন্ডেশন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM