চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৭

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ২৬৭ জন ।  এদিন নমুনা অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক ৫৩ শতাংশ। এইদিন মৃত্যুবরণ করেছেন ৪ জন।

- Advertisement -

রোববার (২৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারসহ চট্টগ্রামের ১১টি ল্যাব ও এন্টিজেন বুথে  ১ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -google news follower

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২১৯ নমুনা পরীক্ষায় ৬৭ জন, বিআইটিআইডি ৩২৪ নমুনা পরীক্ষায় ৪৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ২৬৯ নমুনা পরীক্ষায় ৬৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২৪৮ নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা আক্রান্ত হয়েছে।

বেসরকারি শেভরন ১১৪ নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০জনের নমুনা পরীক্ষায় ৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ নমুনা পরীক্ষায় ৩ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জন এবং এন্টিজেন টেস্ট ৮২ নমুনা পরীক্ষায় ১৩ জনের  করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা পজেটিভ হয়েছে। এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ৯ নমুনা পরীক্ষায় কারো শরীরে করোন শনাক্ত হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের  ১৪৪ জন এবং উপজেলায় ১২৩ জন করোনা আক্রান্ত রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM