চট্টগ্রামে করোনা: একদিনে আরো ৭ মৃত্যু, শনাক্ত ৩০৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  করোনা আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। যা নমুনা পরীক্ষার  ১৭ দশমিক ২২ শতাংশ। এদিনও মারা গেছেন ৭ করোনা রোগী।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৫ নমুনা পরীক্ষায় ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৪৭৩ নমুনা পরীক্ষায় ৩৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ নমুনা পরীক্ষায় ৫১ জন, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইমপেরিয়াল ল্যাবে ৯৭ নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরন ল্যাবে ২০০ নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ নমুনা পরীক্ষায় ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষায় ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ১৮ জন এবং এন্টিজেন টেস্টে ২১৪ জনের  নমুনা পরীক্ষায় ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -islamibank

আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজেটিভ এসেছে। এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

নতুন করোনা আক্রন্তদের মধ্যে নগর ১৬৬ জন  এবং বিভিন্ন উপজেলার ১৪০ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM