সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

0

সিরাজগঞ্জের সলঙ্গায় দ্রুতগামী কার্ভাডভ্যান একটি যাত্রীবোঝাই অটোভ্যানকে চাপা দিলে চালকসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সকালে পাঁচলিয়ায় অটোভ্যানটি মহাসড়ক মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাঁচলিয়া গ্রামের অটো ভ্যানচালক খোদাবক্স, হায়দার আলী ও শাহাদৎ হোসেন।  এ ঘটনায় আরো দুইজন যাত্রী আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানায়, বুধবার সকালে একটি অটোভ্যান যাত্রী নিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি রডবোঝাই কাভার্ডভ্যান ওই অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানের চালক খোদাবক্স ৩ জন নিহত হয়। এ সময় আহত হয় আরও ২ যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM