ফাইজারের আরো ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট

মহামারি করোনা মোকাবিলায় কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে  ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের আরো ১০ লাখ ডোজ  ভ্যাকসিন দেশে আসছে বরৈ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

- Advertisement -

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজে ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় মাধ্যমে এসব ভ্যাকসিন আসবে।

- Advertisement -google news follower

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ ভ্যক্সিনের অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে জানায় মন্ত্রণালয়।

- Advertisement -islamibank

পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জয়নিউজ/পিডিনিজস্ব প্রতিবেদক

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM