আফগানিস্তান আর যুদ্ধক্ষেত্র থাকবে না: তালেবান

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, আফগানিস্তান আর যুদ্ধক্ষেত্র থাকবে না। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোনো বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’

- Advertisement -

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তালেবানের মুখপাত্র বলেন, ‘২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশিদের তাড়িয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।’

- Advertisement -google news follower

জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, ‌‌‘যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে চাই, কারও ক্ষতি হবে না। আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি, আমরা আমাদের ভূখণ্ড কাউকে বা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। সুতরাং বিশ্ব সম্প্রদায়ের আশ্বস্ত হওয়া উচিত, আমরা এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনার ক্ষতি হবে না।’

সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র প্রতিশ্রুতি দেন, নারীদের অধিকারকে সম্মান জানানো হবে, তবে তা ইসলামি শরিয়া আইনের সীমার মধ্যে থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ইসলামের সীমার মধ্যে নারীদের সব অধিকার নিশ্চিত করব।’

- Advertisement -islamibank

সরকার গঠনের বিষয়ে তালেবানের মুখপাত্র বলেন, ‘আমি স্পষ্ট বলতে চাই, সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি আমরা। কাজ সম্পন্ন হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেবো।’

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করলো তালেবান। এদিকে তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লা আব্দুল গনি বারাদার সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছেছেন।

তথ‌্যসূত্র: আল জাজিরা ও বিবিসি অনলাইন

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM