দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিজিপি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে  দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র একটি টহল দল।

- Advertisement -

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেকুবুনিয়া পাড়ার ভালুকখাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

- Advertisement -google news follower

অপহৃত বাংলাদেশীরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ডেকুবুনিয়া পাড়ার মৃত মো. হোসেনের ছেলে মোহাম্মদ আয়াছ (৩০) ও টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২)।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি টহল দল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯ পিলার এর মাঝামাঝি বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে পানের বরজে কাজ করতে যাওয়া দুই জনকে ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

- Advertisement -islamibank

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, সীমান্ত এলাকায় সশস্ত্র ব্যক্তিরা দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায়। উক্ত ব্যক্তিরা সেখানে পানের বরজে কাজ করতো বলে এলাকার লোকজন জানিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয় ওয়ার্ড মেম্বারের কাছ থেকে শুনেছি। তবে এখনো কারো কাছ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বিষয়টি অবগত হয়েছেন বলে জানান। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তের ৪৮-৪৯নং পিলারের মাঝামাঝি এলাকা থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সীমান্ত সংলগ্ন কোন পাহাড়ি সশস্ত্র সংগঠন এ ঘটনা ঘটাতে পারে।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM