মিতু হত্যা মামলা: স্বামী বাবুল আক্তারের জামিন না মঞ্জুর

চট্টগ্রামের আলোচিত মিতু হত্যা মামলার আসামি মিতুর স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

- Advertisement -google news follower

আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বাবুল আক্তার জানান, জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যার পর করা প্রথম মামলায় বাবুল আক্তার নিজেই বাদী ছিলেন। কিন্তু গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলাটি এখন পিবিআই তদন্ত করছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM