চট্টগ্রাম আইন কলেজে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট

0

চট্টগ্রাম আইন কলেজে বাড়তি ফি আদায় করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট শুরু করেছে কলেজটির ছাত্র সংসদ।

মঙ্গলবার (৯ অক্টোবর) কলেজের প্রধান ফটকে তালা মেরে কর্মসূচি শুরু করেন আইন কলেজ ছাত্রসংসদের ভিপি মোজাম্মেল হোসেন চৌধুরী শামীম।

এ বিষয়ে জয়নিউজকে তিনি বলেন, অতিরিক্ত ভর্তি ফি যতক্ষণ পর্যন্ত না কমানো হবে ততদিন আমাদের কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে কলেজের ক্লাস থেকে শুরু করে সকল কার্যক্রম বন্ধ থাকবে।

আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরী জয় নিউজকে বলেন, কলেজের সুযোগ সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে। ক্লাসরুম এসি করা হয়েছে। তাছাড়া আমাদের নির্ধারিত ফি দেশের অন্যান্য আইন কলেজের থেকে কম।

প্রসঙ্গত, দ্বিতীয় বর্ষে ভর্তির ফি আগে ছিল ৬৫০০ টাকা, যা এখন করা হয়েছে ১০৮০০ টাকা ।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM