চট্টগ্রাম: একদিনে করোনা কেড়ে নিল আরো ১৭ প্রাণ, শনাক্ত হাজার ছাড়াল

0

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো এক হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। এদিন করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৬ জন।

শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮৬ নমুনা পরীক্ষায় ২১৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৪৭ নমুনা পরীক্ষায় ২৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৮০ নমুনা পরীক্ষায় ১৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৪ নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৯৯ নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ২৯ জন, শেভরনে ২৬৬ নমুনা পরীক্ষায় ৬৭ জন, মেডিকেল সেন্টারে ৬১ নমুনা পরীক্ষায় ৩৪ জন ও এপিক হেলথ কেয়ারে ১১৫ নমুনা পরীক্ষায় ৫৯ জন, এন্টিজেন টেস্টে ৭৩৯ নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা রোগী শনাক্ত হয়।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ১৬ নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ১৯৫টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭১২ জন এবং ৪০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×