বায়েজিদে লাখ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

0

বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো মেইন গেইটস্থ রাস্তার পূর্ব পাশে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও প্রায় এক লাখ নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এ তথ্য জানান বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. কামরুজ্জামান (২৮), মো. শাহ জাহান প্রকাশ সুজন (২৭), মো. ইব্রাহিম (২৮), মো. ইমাম (৪৮), মো. হাসান (২৫) ও মো. হাসান (৩০)।

ওসি মো. কামরুজ্জামান বলেন, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ২ প্যাকেট তাস ও নগদ ৯৯ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM