নগরে ট্রাফিক সদস্যদের দুই হাজার এন-৯৫ মাস্ক দিলো পোর্টল্যান্ড গ্রুপ

করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। করোনা ঝুঁকি নিয়েও নগরের রাস্তায় ট্রাফিক সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। আর তাদের সুরক্ষায় পাশে থাকতে করোনা প্রতিরোধী দুই হাজার এন-৯৫ মাস্ক প্রদান করেছে পোর্টল্যান্ড গ্রুপ।

- Advertisement -

সোমবার (২ আগস্ট) সিএমপি কমিশনার কার্যালয়ে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, বিগত দিনগুলোতে পুলিশের পাশে ছিলাম। এই মহামারিতেও যেকোনো সহযোগীতায় পাশে থাকবে পোর্টল্যান্ড গ্রুপ। আগামীতে পুলিশ হাসপাতালের কোভিড ওয়ার্ডের জন্য উন্নতমানের মাস্ক দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, সহকারী পুলিশ কমিশনার মো. আমির জাফর, চট্টগ্রাম চেম্বার পরিচালক ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM