বিনামূল্যে রোগী পরিবহন করবে সিএমপির উত্তর বিভাগ

চলমান লকডাউনে গাড়ি ও অ্যাম্বুলেন্স স্বল্পতার কারণে হাসপাতালে কোভিডসহ অন্যান্য রোগী পরিবহনে অনেকেই সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে এগিয়ে এলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ।

- Advertisement -

শুক্রবার (৩০ জুলাই) সকালে সিএমপি কমিশনারের নির্দেশনায় ও  চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এ সার্ভিসের উদ্বোধন করেন উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

- Advertisement -google news follower

বিনামূল্যে রোগী পরিবহন করবে সিএমপির উত্তর বিভাগ

এসময়  আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, উত্তর বিভাগের চার থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

- Advertisement -islamibank

বিনামূল্যে রোগী পরিবহন করবে সিএমপির উত্তর বিভাগ

জানা যায়, প্রতিদিন ১টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ও ১৮টি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ বিনামূল্যে রোগী পরিবহন করবে। এ সেবা দিনরাত ২৪ ঘণ্টায়ই চালু থাকবে। উত্তর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এ সেবা পাওয়া যাবে। সিএমপির উত্তর বিভাগ এলাকা থেকে নগরের যেকোনো স্থানে রোগীরা হাসপাতালে যেতে পারবেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM