ভারতে ফের বেড়েছে সংক্রমণ-প্রাণহানি

করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। এছাড়া ধারাবাহিকতা ভেঙে গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগী। গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

- Advertisement -

শনিবার (২৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৯৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় চার হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯ জনে।

- Advertisement -google news follower

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ৬৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ১৬ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা কম। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতায় ছেদ পড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে ফের বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। সংক্রমণের হার রয়েছে আড়াই শতাংশের কাছাকাছি।

- Advertisement -islamibank

গত একদিনে দেশটিতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯৭৭ জন।

ভারতের মোট দৈনিক সংক্রমণের প্রায় ৪৫ শতাংশই শনাক্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৭ হাজার ৫১৮ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ কিছুটা কমে প্রায় সাড়ে ৬ হাজারে নেমে এসেছে।

এছাড়া গত কয়েকদিন ধরেই কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ২ হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আসাম এবং উড়িষ্যাতেও সংক্রমণ কমে ২ হাজারের নিচে নেমে এসেছে। তবে মণিপুরে পরিস্থিতির পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৩০০-র কাছাকাছি।

অন্যদিকে মণিপুরের মতো ভারতের উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণ ৫০০-র আশপাশে থাকলেও সংক্রমণ বেড়েছে মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলোতে।

সূত্র: এএনআই

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM