চট্টগ্রামে করোনায় আরও ৬ জনের মৃত্যু

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৭৪ জন। একইসময়ে শনাক্ত হয়েছেন ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৫৬২ জনে।

শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৫৮ ও উপজেলার ৪৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একইসময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৯ জন এবং অ্যান্টিজেন টেস্টে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM