চট্টগ্রামে করোনা: একদিনে আরো ১০ মৃত্যু, শনাক্তে রেকর্ড

চট্টগ্রামে করোনা আক্রান্ত পা রাখলো এক হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামের মোট ৬৭ হাজার ৭৮৭টি করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ১০ করোনা রোগীর।

- Advertisement -

বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায় ২ হাজার ৮৬৯ নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -google news follower

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ নমুনা পরীক্ষায় ৮১ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৫৭ নমুনা পরীক্ষায় ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৭ নমুনা পরীক্ষায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০৫ নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯২ নমুনা পরীক্ষায় ৬৮ জন, শেভরনে ২২৪ নমুনা পরীক্ষায় ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ৩৬ জন, মেডিকেল সেন্টারে ২২ নমুনা পরীক্ষায় ১৪ জনের এবং এপিক হেলথ কেয়ারে ১০৩ নমুনা পরীক্ষায় ৬১ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৭১৩ নমুনা পরীক্ষায় ২৩৫ জনের করোনা শনাক্ত হয়।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ২৪ জনেরর করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে ৬৫২ জন নগরের এবং ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM