চট্টগ্রামে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়ছেই

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে মারা গেছেন ১০ করোনা রোগী।

- Advertisement -

মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় চট্টগ্রামে ২ হাজার ৬৪৯ নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৩ নমুনা পরীক্ষায় ৬৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৯৮ নমুনা পরীক্ষায়  ২১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে  ৪০০ নমুনা পরীক্ষায়১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৯ নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

অ্যান্টিজেন টেস্টে ৬৫৪ নমুনা পরীক্ষায় ২৩৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫১ নমুনা পরীক্ষায় ৬৮ জন, শেভরনে ১৯৭ নমুনা পরীক্ষায় ৪৪ জন, এপিক হেলথ কেয়ারে ১০২ নমুনা পরীক্ষায় ৬০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২ নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪২ নমুনা পরীক্ষায় ২৫ জনেরর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা মেলেনি।

নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৬ জন নগরের এবং ৩১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৬ হাজার ৭৮৪টি করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৭৯০ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM