চট্টগ্রামে করোনা: একদিনে আরো ৯ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮২১

0

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও আক্রান্তের শঙ্কা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪টি  নমুনার বিপরীতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২১ জন। আক্রান্তের হার প্রায় ৩৮ শতাংশ। একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরো ৯ জন।

সোমবার (১২ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ নমুনা পরীক্ষায় ১১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯১ নমুনা পরীক্ষায় ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩২৪ নমুনা পরীক্ষায় ১২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৯ নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৭ নমুনা পরীক্ষায় ১০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ২৩ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ১২ জন এবং এপিক হেলথ কেয়ারে ১৪১ নমুনা পরীক্ষায় ৭০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৬৬৩ নমুনা পরীক্ষায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষায় ২২ জনেরর করো পজেটিভ হয়ছে।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা অস্তিত্ব মিলেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৫২৭ জন নগরের এবং ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM