চট্টগ্রামে করোনা: একদিনে আরো ৬ মৃত্যু, আক্রান্ত ৩৬৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরো ৬ জন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭১৭ জন। মৃত্যুর সাথে সাথে থেমে নেই আক্রান্তের সংখ্যাও। এদিন করোনা শনাক্ত হয়েছে ৩৬৯ জন। মোট আক্রান্ত দাঁড়াল ৬০ হাজার ৩৬৮ জনে।

- Advertisement -

রোববার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৭টি ল্যাব ও এন্টিজেনে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা হয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩২৮ টি নমুনা পরীক্ষায় ১৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ৬০ জনেরর করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৪টি নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৬ জন, এন্টিজেন টেস্ট ৩৩৭টি নমুনা পরীক্ষায় ১০০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ৪০ টি নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে নগরে ২২৩ জন এবং উপজেলায় ১৪৬ জন রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM