চট্টগ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১২টিম, টহলে থাকবে সেনাবাহিনী

0
  • চট্টগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। লকডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও মাঠে থাকবে সেনাবাহিনী।

বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি জানান, নগরের সার্কিট হাউস থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাদের অভিযান শুরু হবে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ করবেন।

লকডাউন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১২টিম কাজ করবে। সেই সঙ্গে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে। তাদের সঙ্গে ১০০ স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM