চকবাজারে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

0

নগরের চকবাজার থানার হারেছ শাহ মাজার সংলগ্ন খালপাড় এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আরিফ প্রকাশ কামরুল(২৩), ইমতিয়াজ হোসেন বাপ্পি (২৫), রিমন নাথ (২৫) ও শহীদুর রহমান প্রকাশ নিজা (২৫)।

চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার রাতে খালপাড় ব্রীজের উপর ৪ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাই। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM