কঠোর লকডাউনেও শিল্প কারখানা খোলা থাকবে!

করোনার সংক্রমণ বাড়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউনের ঘোষণার কথা জানিয়েছে সরকার। শনিবার (২৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। তবে এরমধ্যেও তৈরি পোশাকসহ শিল্প-কারখানা খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেছে।

- Advertisement -

পোশাক মালিকদের দাবির প্রেক্ষিতে সরকার এমন ইঙ্গিত দিয়েছে। শনিবার (২৬ জুন) বিকেএমইএর প্রথম সহসভাপতি মো. হাতেম এ কথা জানান।

- Advertisement -google news follower

মো. হাতেম বলেন, গতকাল রাতে আমি কেবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন শিল্প-কারখানা কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তবে মানুষের চলাচল সংকুচিত করতে বলেছেন।

তিনি বলেন, পোশাক কারখানা বন্ধ রাখলে শ্রমিকরা গ্রামে ছুটবে। এতে করোনার সংক্রমণ ঝুঁকি আরও বাড়বে। এছাড়া সামনে ঈদ রয়েছে। গার্মেন্টস বন্ধ হলে আমরা বেতন বোনাস পরিশোধ করতে পারবো না। বায়াররাও টাকা পরিশোধ করবে না। আমরা সরকারের কাছে এসব কথা জানিয়েছি। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে শিল্প কারখানা খোলা রাখা যাবে।

- Advertisement -islamibank

এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে সরকারের প্রধান তথ্য কমকর্তা সুরথ কুমার সরকার জানান, জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি কারণ ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না।

তিনি আরও জানান, জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যম এই কঠোর লকডাউনের আওতার বাইরে থাকবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM