চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ১৮

0

চীনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) হেনান প্রদেশে স্থানীয় সময় রাত ৩টার দিকে আগুন লাগে। এতে নিহতের পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন বলেও জানায় রয়টার্স। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃবিতে জানিয়েছে ঝেচেং এলাকার স্থানীয় সরকার।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM