নাফ নদী থেকে শিশুসহ আরও ২ জনের লাশ উদ্ধার

0

টেকনাফের নফ নদী থেকে শিশুসহ আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুন) বেলা ১১টায় তাদের লাশ উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত তিনদিনে মোট ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, নাফ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা মিয়ানমারের নাগরিক।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×