বাকলিয়ায় করবস্থান নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫

0

বাকলিয়ায় করবস্থানের জায়গা নিয়ে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫), মো. সামাদ (২২), মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮)। তবে আহত বাকি দুইজনের নাম জানা যায় নি।

স্থানীয়রা জানান, বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙ্গানোকে কেন্দ্র করে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়ায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM