সীতাকুণ্ডে বজ্রপাতে শিপইয়ার্ডের শ্রমিকের মৃত্যু

0

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে কাজ করার সময় বজ্রপাতে মো. জলিল আহাম্মদ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জলিল আহাম্মদ একই এলাকার হাফিজ জুট মিল কলোনি গেইট হাজি আব্দুল কাদেরের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ‘মানিক নামের এক ব্যক্তির মালিকানাধীন শিপ ইয়ার্ডে মো. জলিল আহাম্মদ কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন বিকেল ৪টার দিকে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM