কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গার মৃত্যু

0

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে ভারি বর্ষণের কারণে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন— টেকনাফের চাকমারকুল ক্যাম্পের নুরুল আলমের স্ত্রী নূর হাসিনা (২২) ও উখিয়ার বালুখালী ক্যাম্পের রহিম উল্লাহ (৩০)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দুজা নয়ন বলেন, খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, টেকনাফের চাকমারকুল ক্যাম্পে পাহাড় ধসে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM