জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠান

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী’র ৩০তম ওরস শরিফ উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানকে সবার জন্য শিক্ষা প্রকল্পের আওতায় চেক প্রদান অনুষ্ঠান সোমবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

- Advertisement -

চান্দগাঁও এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

- Advertisement -google news follower

তিনি বলেন, জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট মানবতার সেবায় বর্তমান সমাজে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মো. নূরুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক আহসানুল কবির রিটন, ব্যবসায়ী নেতা ও সমাজসেবক মো. জানে আলম, এস এম খসরু, মো. ইকবাল, আরমানুল হক ফরহাদ, আলহাজ মো. শফি, সৈয়দ কাবেদুর রহমান কচি প্রমুখ।

- Advertisement -islamibank

অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM