লোহাগাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

0

লোহাগাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন জানান, মঙ্গলবার (১ জুন) দুপুর পৌনে ৩টায় পদুয়া ইউনিয়নের বারআউলিয়া মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিদুয়ান (২৮) সাতকানিয়ার উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ড মাইজপাড়ার আশোলিয়া বড়বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে।

আহতরা হলেন— সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার জহির আহমেদের ছেলে মহিউদ্দিন (২৫) ও আনু মিয়ার ছেলে মো. বেলাল (২৪)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী স্টারলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM