বন্দরে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

0

নগরের বন্দরের কলসী দিঘীর পাড় এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৬ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), ভাই শিপন (৩০), মেয়ে লামিয়া (৩) ও ছেলে জিহাদ (৬)। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকÑ হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ জানান, একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিন জনের বেশি দগ্ধ হয়েছেন। সেইসঙ্গে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM