বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে করোনামুক্তির প্রার্থনা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। মহামারি করোনা মধ্যে অনাড়ম্বরভাবেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করছে তাদের প্রধান ধর্মীয় এই উৎসব।

- Advertisement -

বুধবার (৬ মে) নগরের নন্দকানন, বহদ্দারহাট, দেবপাহাড়সহ বিভিন্ন এলাকার বিহারে বিহারে ভক্তরা এসে সমবেত হন।

- Advertisement -google news follower

বিহারগুলোতে ভক্তরা পূজা, বন্দনা, সূত্রপাঠসহ ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করেন। ভক্তদের প্রার্থনা, বিশ্ব যেন প্রাণঘাতী করোনা থেকে মুক্ত হয়। সেইসঙ্গে বিশ্বজুড়ে প্রতিষ্ঠা হোক শান্তি।

৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।

- Advertisement -islamibank

বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে করোনামুক্তির প্রার্থনা | 188567260 306621387711176 4055148747396673228 n

বুদ্ধ পূর্ণিমা আবার বুদ্ধ জয়ন্তী নামেও খ্যাত । বৈশাখ মাসের পূর্ণিমা একটি পূণ্য তিথি। এই দিনে বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন নেপালের রাজা শুদ্ধধনের পুত্র গৌতম । রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় । উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM