শুরুতেই ছন্দপতন টাইগারদের

0

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে লঙ্কান শিবিরে করোনা হানা দেয়। ফলে ম্যাচ মাঠ গড়ানো নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে সময়মতোই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ব্যটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। দুশমন্থ চামিরার বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান লিটন। এরপর দলে ফেরা সাকিবের সঙ্গে তামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু দানুশকা গুনাথিলাকা বলে নিশাঙ্কা হাতে তালুবন্দি হন সাকিব। ফিরে যাওয়ার আগে স্কোরবোর্ডে ১৫ রানে যোগ করেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে বাংলাদেশের সঙগ্রহ ৫৪ রান। ২৮ রানে অপরাজিত তামিমের সঙ্গী হিসেবে ক্রিজে আছেন মুশফিকুর রহমান।

পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানে লঙ্কানদের দাপট স্পষ্ট। ৬টি সিরিজই জিতেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান এবং দুশমন্থ চামিরা।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM