সংক্রমণ বাড়ায় ৩৪ রোহিঙ্গা শিবিরে লকডাউন

হঠাৎ করে রোহিঙ্গাদের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২১ মে) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন।

- Advertisement -google news follower

কক্সবাজার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন মারা গেছেন।

মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বলেন, রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।

- Advertisement -islamibank

এ পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ক্যাম্পে করোনা আক্রান্তের খবরে লোকজন ভয়ে আছে। ক্যাম্পে ঘিঞ্জি বসতি, ঝুঁকি বেশি।

তবে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সবার সঙ্গে আলোচনা করে ১০ দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে। সব কর্মকর্তা বা প্রশাসনিক কার্যক্রমে নিয়োজিতরা এ নির্দেশনা বাস্তবায়ন করবেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM